আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরনের স্ট্যাটাস কখনো দিতে হবে ভাবিনি।’ ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন উপস্থাপক হানিফ সংকেত। গতকাল মঙ্গলবার রাত থেকে হঠাৎ করেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় মানসিকভাবে নিদারুণ কষ্টে রয়েছেন হানিফ সংকেত।
ক্ষুব্ধ হয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একশ্রেণির বিকৃত মানসিকতার মানুষ। তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়ানোর প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ছড়িয়েছে আমার মৃত্যু সংবাদ। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কী ধরনের মানসিকতা কাজ করে, আমার বোধগম্য নয়। তারা কি একবারও চিন্তা করে না, আমাদেরও পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে? এ ধরনের সংবাদে তাদের মানসিক অবস্থা কী হতে পারে? আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনোরকম কোনো দুর্ঘটনাও ঘটেনি।’