ajker kagoj 24
Latest Bangla News

একাত্তরের গেরিলা যোদ্ধা বিচ্ছু জালাল করোনা আক্রান্ত

পিবিএ,ঢাকা: একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তার পারিবারিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার হবে বলে জানা গেছে।

তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন।

একাত্তরে কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জহিরউদ্দিন জালাল। তখন ঢাকার আজিমপুর ওয়েস্টএন্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। যুদ্ধে যাওয়ার পর তার ডানপিটে ও সাহাসী ভূমিকা দেখে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে ‘বিচ্ছু জালাল’ বলে ডাকতেন। সেই থেকে তিনি এই নামেই বেশি পরিচিতি পান।

জহিরউদ্দিন জালাল বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি নিউজমোনিয়ায় ভুগছিলেন। পরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে পজেটিভ ফলাফল আসে। তিনি বলেন, `প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।’

শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি এখনো অক্সিজেন ছাড়া নিজেই শ্বাস নিতে পারছেন।
পিবিএ/এএম

You might also like
%d bloggers like this: