SYEDA SHEFA
আজ : ২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : জানুয়ারি ১, ২০২২

 • কোন মন্তব্য নেই

  দেশে আরো ৩ জনের শরীরে ওমিক্রন, সবাই ঢাকার

  দেশে নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রন ধরা পড়েছে ১০ জনের; যারা সবাই ঢাকার বাসিন্দা।
  শুক্রবার নতুন তিনজন শনাক্তের খবর দেয় জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। এ তিনজনও ঢাকায় বসবাস করেন।

  জিআইএসএআইডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৬৫ বছর ও ৪৯ বছর বয়সী দুই নারী এবং ৬৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।

  গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। জেনোম সিকোয়েন্সিংয়ের পর তা জিআইএসএআইডিতে জমা দিয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি।

  দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর তাদের আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল।

  এরপর গত ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরো চারজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।

  সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়। এ পর্যন্ত যাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের সবার সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।

  দ্রুত সংকমণ ছড়িয়ে ওমিক্রন এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

  ডেল্টায় আক্রান্তের হিড়িক কিছুটা স্তিমিত হয়ে আসার পর এখন দেশে দেশে প্রতিদিন নতুন এ ধরনের ব্যাপক বিস্তারের খবর আসছে।

  Source: PBA

  Leave a Reply

  Your email address will not be published.

  © স্বত্ব আজকের কাগজ ২৪ ডট নেট ।২০১৮-২০২১
  সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান চৌধুরি
  পিয়াস বিল্ডিং পূর্ব শাহী ঈদগাহ, টিবি গেইট , সিলেট
  ফোন: ০১৭১১০০০২১৪ , ইমেইল: ajkerkagoj24@gmail.com
  %d bloggers like this: