SYEDA SHEFA
আজ : ৪ঠা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : নভেম্বর ২৫, ২০২১

 • কোন মন্তব্য নেই

  দেখা দিলেন অনন্ত জলিলের ‘নেত্রী’

  ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল গত ফেব্রুয়ারিতে ব্যাপক আয়োজনের মাধ্যমে নিজের নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’-এর শুটিং শুরু করেছিলেন। ঢাকা ও সিলেটের পাশাপাশি ভারতেও হয়েছে সিনেমাটির শুটিং।

  তবে এতদিন পর্যন্ত ব্যয়বহুল এই সিনেমার কেন্দ্রীর চরিত্র তথা নেত্রীর ছবি সেভাবে প্রকাশ করা হয়নি। অবশষে ভক্তদের সামনে সিনেমার ‘নেত্রী’কে তুলে ধরলেন জলিল। মঙ্গলবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নেত্রীর ছবি প্রকাশ তিনি। যে চরিত্রে অভিনয় করেছেন জলিলের স্ত্রী, অভিনেত্রী বর্ষা।

  ছবির ক্যাপশনে জলিল লেখেন, “চলছে ‘নেত্রী দ্যা লিডার’ চলচ্চিত্রের শুটিং। আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা। ইতিমধ্যে জনাব প্রদিপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।”

  দক্ষিণ ভারতের কবির দোহান সিং ও ভোজপুরি অভিনেতা রবি কিষাণও এই সিনেমায় অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি।

  উল্লেখ্য, ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি থেকে। সিনেমায় নেত্রীর ভূমিকায় থাকবেন বর্ষা। অনন্ত থাকবেন তার বডিগার্ড। পরিচালনায় জলিলের সঙ্গে রয়েছেন ভারতের উপেন্দ্র মাধব। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
  Source: PBA

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  © স্বত্ব আজকের কাগজ ২৪ ডট নেট ।২০১৮-২০২১
  সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান চৌধুরি
  পিয়াস বিল্ডিং পূর্ব শাহী ঈদগাহ, টিবি গেইট , সিলেট
  ফোন: ০১৭১১০০০২১৪ , ইমেইল: ajkerkagoj24@gmail.com
  %d bloggers like this: