Mosharraf Hossain Khan
আজ : ২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৯, ২০২১

 • কোন মন্তব্য নেই

  রিপাবলিকানরা নরম: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিপাবলিকানরা নরম। তাঁরা শুধু নিজেদের লোকজনকেই আক্রমণ করতে পারেন, অন্যদের নয়। সিনেটর মিচ ম্যাককনেল তাঁর প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য কিছু সময় দিতে পারতেন। এতে রিপাবলিকান দল লাভবান হতো।

  যুক্তরাষ্ট্রের রক্ষণশীল বেতার ভাষ্যকার রাশ লিম্বোর মৃত্যুর পর নিউজম্যাক্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। স্থানীয় সময় বুধবার বিকেলে রক্ষণশীল টিভি ভাষ্যকার গ্রেগ কেলিকে এই সাক্ষাৎকার দেন ট্রাম্প।

  অভিশংসনের পর নিজের জনপ্রিয়তা বেড়েছে বলে সাক্ষাৎকারে দাবি করেন তিনি। হাজারো সমর্থক ফ্লোরিডার মার-এ-লাগোর আবাসনের কাছে সমাবেশ করছেন, তাঁর সমর্থনে পতাকা নিয়ে অবস্থান করেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘ফেক মিডিয়া’ এসব প্রচার করছে না।

  গ্রেগ কেলির প্রশ্নের উত্তরে ট্রাম্প তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু বলেননি। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না, এমন প্রশ্নেরও উত্তর এড়িয়ে গেছেন তিনি।

  রক্ষণশীল বেতার ভাষ্যকার রাশ লিম্বো ৭০ বছর বয়সে ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। নিজের চেয়ে অল্প বয়সের একজন বন্ধুর মৃত্যু স্মরণ করে ট্রাম্প নিজের মৃত্যুচিন্তা নিয়ে কী ভাবেন?—এমন প্রশ্ন করেন গ্রেগ কেলি। জবাবে ট্রাম্প বলেন, তাঁর অনেক বন্ধু ৮০, ৯০ বছরেও বেঁচে আছেন।

  ট্রাম্প এখনো মনে করেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনে অনেক খারাপ ও অসৎ বিষয় ঘটেছে। নির্বাচনে চুরি-জালিয়াতি বন্ধ করার কথা যাঁরা বলেছেন, তাঁরা এমনিতেই কথাটি বলেননি।

  বিষয়টিকে খুবই দুঃখজনক হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, একদম তৃতীয় বিশ্বের মতো ঘটনা ঘটেছে। এসবের অবসান ঘটাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

  ট্রাম্প বলেন, সিনেটর মিচ ম্যাককনেল যদি প্রেসিডেন্ট জো বাইডেন বা সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চার্লস শুমারকে আক্রমণ করার জন্য সময় ব্যয় করতেন, তাহলে রিপাবলিকান দলের মঙ্গল হতো। তা না করে নিজের দলের লোকজনকে মিচ ম্যাককনেল আক্রমণ করছেন। এটাকে রিপাবলিকান দলের দুর্বলতা বলে উল্লেখ করেন ট্রাম্প।

  Leave a Reply

  Your email address will not be published.

  © স্বত্ব আজকের কাগজ ২৪ ডট নেট ।২০১৮-২০২১
  সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান চৌধুরি
  পিয়াস বিল্ডিং পূর্ব শাহী ঈদগাহ, টিবি গেইট , সিলেট
  ফোন: ০১৭১১০০০২১৪ , ইমেইল: ajkerkagoj24@gmail.com
  %d bloggers like this: