এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ষ্টীল গরু মার্কা ঢেউ টিন ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়।
(২৩ মার্চ মঙ্গলবার) দিনব্যাপী হোটেল ডলি রিসোর্টে অনুষ্ঠিত হয়।মেসার্স মিতা এন্টারপ্রাইজ,মেসার্স আমানত ট্রেডার্স, মেসার্স মাওলানা এন্ড ব্রাদার্স সৌজন্যে মিতা এন্টারপ্রাইজের পরিচালক মোঃ মানোয়ার হোসেনের সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের গ্রুপেরের
ষ্টীল গরু মার্কা ঢেউ টিন কুমিল্লা রিজিওনাল ম্যানাজার মোঃ হাবিবুর রহমান, বক্তব্যে তিনি বলেন। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য সবাইকে এক মঞ্চে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবুল খায়ের গ্রুপেরের ষ্টীল গরু মার্কা ঢেউ টিন
কুমিল্লা (এরিয়া ম্যানাজার ফ্ল্যাট) মোঃ মনিরুল আলম সিদ্দিকী,আবুল খায়ের গ্রুপেরের কুমিল্লা
ষ্টীল গরু মার্কা ঢেউ টিন (এরিয়া ম্যানাজার লং) মোঃ জহির আহম্মেদ,আরো উপস্থিত ছিলেন,চৌদ্দগ্রাম মেসার্স আমানত ট্রেডার্স,পরিচালক মোঃ সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম মেসার্স মাওলানা এন্ড ব্রাদার্স পরিচালক গাজী মোঃ দেলোয়ার হোসেন,মেসার্স মাওলানা এন্ড ব্রাদার্স পরিচালক মোঃ মাহবুবুল হক, মোঃ আব্দুল মুক্তাদির হোসেন, মোঃ খালেদ মাসুদ মুন্না, মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারি, মোঃ কামরুল হাসানসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌদ্দগ্রাম এরিয়া
আবুল খায়ের ষ্টীল গরু মার্কা ঢেউ টিন সেরা ১৫০ জন ব্যবসায়ীকে অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন।