আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরন করতে গিয়ে আলু ক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে তানোর উপজেলার লালপুর- আড়াদিঘী মাঠে এই ঘটনাটি ঘটেছে। প্রশিক্ষণের উদ্দেশে আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই আলু ক্ষেতে আছড়ে পড়ে S2- AGG নামের প্রশিক্ষণ বিমানটি।
তবে এ ঘটনা প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষনার্থী মবিন অক্ষত রয়েছেন। প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বলেন, এমন ঘটনার খবর পেয়েছি। তাই তদন্ত প্রক্রিয়া শেষ না হলে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হননি।