তুমি জন্মেছিলে বলে
এলাচি আক্তার
——— ——— ———
সেদিন টুঙ্গীপাড়ায় ভোর হয়েছিলো স্নিগ্ধ শুভ্র ডালি নিয়ে
দুপুরটা ছিলো রোদ্দুর ঝলমলে
সেদিনের বিকেল ছিলো শীতল সমীরণে উচ্ছ্বসিত।
সেদিন সন্ধ্যা নেমেছিলো পূর্ণিমার সজ্জা সাজায়ে
প্রকৃতি ই যেনো বয়ে এনেছিলো তোমার আগমনী বার্তা।
অবশেষে আলোর বিজলী ছড়ায়ে জন্মালে তুমি হে পিতা!
তুমি জন্মেছিলে বলে আজ আমি স্বাধীন।
তুমি জন্মেছিলে বলে আজ আমি মায়ের কোলে মাথা রেখে হাজার স্বপন করি রঙিন।
হায়েনারা কেরে নিয়েছিলো আমার মায়ের কন্ঠস্বর!
আমার মায়ের বুকে চালিয়েছিলো কতো সহস্র শোষণ।
তোমার বজ্রকন্ঠ ভেঙে দিয়েছিলো মায়ের পায়ের শিঁকল।
তোমার ঐ বজ্রকন্ঠে নিবেদিত ছিলো সাড়ে সাত কোটি বাঙালির প্রাণ।
তুমি জন্মেছিলে বলেই আজ আমি গাই বাংলার গান।
পেয়েছি কতো শান-শওকত ও মান।
তুমি জন্মেছিলে বলেই বাংলা আজ বিশ্ব গৌররে গরীয়ান।
ইতিহাসের মহানায়ক তুমি
স্ব মহিমায় মহীয়ান।।