মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান। এদিকে মঙ্গলবার নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরাতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
এর আগে সোমবার পুলিশ ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে ওইদিনের ঘটনার সময় কারা গুলি করেছে। কাদের গুলিতে সাংবাদিক মুজাক্কির নিহত হয়েছে তা শনাক্ত করার জন্য বাজারের সিসিটিভি ফুটেজ ও সব যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে।