এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম চিওড়া শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, শোক র্যালী, আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার
মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চিওড়া আনন্দ সংঘের সদস্যরা অমর একুশে উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চিওড়া হাইস্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
চিওড়া অানন্দ সংঘের সিনিয়র সমন্বয়ক, আব্দুল্লাহ আল মহসিন সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র টিম লিডার মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ নাজমুল হাসান, মোঃ সাইদ মজুমদার,মোঃ রাহাত, সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল্লাহ্ আল পারভেজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. নাজমুল হোসাইন, মো. নাঈমুর রহমান, ফরহাদ, রাহাদ, আব্দুল্লাহ্ আল বাকী, মো. রনি, মো. হোসাইন, মোজাহেদ হোসাইন রাহাদ, মো. জুয়েল, মো. বাপ্পি, মো. কামাল হোসাইন, মো. সাকিব, মোঃ জাহিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।