আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধি:
মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ (২১শে ফেব্রুয়ারী) রোববার সূর্য্যদয়ের সাথে সাথে শহীদদের অনুসরণ করে এসব কথা জানান রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।
পরে করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে ও থানার এবং তানোর প্রেক্লাবের উদ্যোগে স্মৃতির মিনারে পৃথকভাবে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণ করে সম্মান জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন তানোর তানোর প্রেস ক্লাবের প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান,সহ-সভাপতি ওয়াসিম সরকার, সহ-সভাপতি আশরাফুল আলম , কোষাধক্ষ্য সোহেল রানা সহ কোষাধক্ষ্য জাকিরুল ইসলাম টুটুল প্রমুখ।