খালেদ আহমেদ
সুনামগঞ্জ
ঋতুরাজ বসন্ত
কবি সায়েদা সফিক রীভা
ওগো সুন্দরী বাংলা জান কি?
এত রুপ কে দিয়েছে তোমায়.
জানি আমি চুপি চুপি বলেছে.
ফাল্গুন ও চৈত্র আমায়।
প্রভাতের দূর্বালতা ঘাসেব ডগায়,
হীরার মত হালকা শিশির কণা.
বাড়িছে রূপ মাধুয তোমার.
হয়েছ তুমি সুন্দরী অনন্যা।
জীবনের প্রতিটা সময় যদি হতো এমন।
মনটা সারাক্ষণ তাই চায়।
কুকিলের সুরেলা মিস্টি গান.
বসন্তের পরিবেশ মনোমুগধকর করে।
মানব মনে আনে আন্দের জোয়ার.
দুঃখ বেদনা সব দেয় ভুলিয়ে।
ছেয়ে যায় বাগিচা ফুলে ফুলে.
বাতাশে ভেসে যায় ফুলের ঘ্রান।
চারদিকে সুন্দরের ঢেউ তোলে.
মুগ্ধ করে মানব প্রাণ।
রাতের আকাশে বাশ বাগানের ফাঁকে.
চাঁদ মামাটা করে উকি ঝুঁকি।
চোখ জুরানো রুপ মাধুরী.
নয়ন ভরে দেখি।
নিশি রাতের তাড়া গুলু করে যখন খেলা.
হয়তো যখন সব হয়ে জায় ঘুমন্ত.
সুন্দরেরই বন্যা তুমি তাইত তোমার.
নাম দিয়েছি ঋতুরাজ বসন্ত।
………………………………….
কবি সায়েদা সফিক রীভা
দক্ষিণ সুনামগঞ্জ দরগাপাশা ইউনিয়ন
সিরামপুর নিবাসী