দেশে প্রতিদিন দুই লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার দৈনিক হার বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ওপরের দিকে। টিকা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা এবং এ-সংক্রান্ত ব্যবস্থাপনাগত দক্ষতার কারণে বাংলাদেশ অল্প সময়ে বেশি মানুষকে করোনার টিকার আওতায় আনতে পেরেছে। এই মুহূর্তে দিনে পৌনে চার লাখের বেশি টিকা দেওয়ার সক্ষমতা আছে সরকারের। চাহিদা অনুযায়ী এই সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও আছে।
করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও করোনার টিকা এখনো সব দেশে পৌঁছায়নি। অনেক দেশ টিকা জোগাড় করতে পারেনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলেছে, বিশ্বের ১৩০টি দেশ এখনো কোনো টিকা পায়নি।
এই তথ্য বিবেচনায় নিলে বাংলাদেশ টিকা শুধু সংগ্রহই করেনি, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে টিকা দিয়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে। পরপর চার দিন গড়ে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষকে টিকা দিতে পেরেছেন স্বাস্থ্যকর্মীরা। এ পর্যন্ত দেশে ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন করোনার টিকা নিয়েছেন।