ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘যাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি। ভারতে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীর সবাইকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানার বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্যতিক্রম হচ্ছে যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্য।’
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সূত্র বলছে, ভারতে চারজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার করোনভাইরাসের ধরনটি এবং একজনের মধ্যে ব্রাজিলের করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের করোনাভাইরাসের ধরনটি শনাক্ত হয়েছে ১৮৭ জনের ক্ষেত্রে।
আইসিএমআরের মহাপরিচালক বলরাম ভার্গব বলেছেন, বর্তমান টিকাগুলো যুক্তরাজ্যের করোনাভাইরাসের নতুন ধরনটিকে নিষ্ক্রয় করার সম্ভাবনা দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ধরনটির ক্ষেত্রে এগুলো কার্যকর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।