এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২১- ২০২২ অর্থ বছরের নিম্নবিত্ত উপকার ভোগী পরিবারের মাঝে ভি জি ডি কার্ড বিতরণ ও দারিদ্র মায়ের জন্য মাতৃত্ব ভাতার বই বিতরণ এবং ২০২১-২০২২ চক্রের ভি, জি, ডি, ৯৫ উপকার ভোগী পরিবারের মাঝে ভি জি ডি কার্ড বিতরণ ও দারিদ্র মায়ের জন্য মাতৃত্ব ভাতার ৫০ টি বই বিতরণ এবং ২০১৯-২০২০ চক্রের ভি জি ডি ৯৫ জন উপকার ভোগীদের সঞ্চয়ের অর্থ ফেরত দেয়া হয়েছে। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারী সোমবার সকাল দশ টায় কনকাপৈত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি পরিষদের সচিব মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ভি জি ডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত ইউপি পরিষদের সচিব মোঃ ইসমাইল হোসেন, ভোক্তাদের হাতে ভি জি ডি কার্ড তুলে দিয়ে কার্ডধারী ভোক্তাদের লক্ষ্য করে বলেন, গত পহেলা জানুয়ারী থেকে আগামী দুই বছর আপনারা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন এবং ১০ টাকা দিয়ে মধুমতী ব্যাংক কনকাপৈত শাখা একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা রাখবেন। উক্ত সঞ্চয়কৃত টাকা দুই বছর পরে ফেরত পাবেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার সর্ব্বোচ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে মাস্ক পরে স্বাস্থ বিধি মেনে সচেতনতার সাথে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম করতে হবে। করোনা মুক্ত হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি প্যানেল চেয়ারম্যান মো: হোসেন ভুট্টু, ৪নং ওয়ার্ড সদস্য সোহেল আলম মজুমদার, ৭নং ওয়ার্ড সদস্য জয়নাল আবদীন, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ সাহাব উদ্দিন মোল্লা,সংরক্ষিত সদস্য মোসাম্মৎ ফয়েজুন্নেছা, এসময় ইউপি পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।