এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ান তৈয়াসার বাইতুস সালাম জামে মসজিদ তৈয়াসার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ৫ম তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ ফেব্রুয়ারী) তৈয়াসার বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫ম তম বার্ষিক তাফসীরুল মাহফিল প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করেন। মুহতামিম দাগনভুঁইয়া আশ্রাফুল উলুৃম ইসলামিয়া মাদ্রাসা- ফেনী, মুফতী মাওঃ মোঃ ইউছুফ কাসেমী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল উলুম হস্তিমৃতা মাদ্রাসা, হাফেজ মাওলানা আবদুল জলিলেরএর সভাপতিত্বে বিশেষ মেহমান উপস্থিত ছিলন মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া দারুল উলুৃম সাইন বোর্ড নারায়ণগঞ্জ – ঢাকা, মাওলানা মুফতী মোঃ সালমান সাদী, সারপটি / তৈয়াসার মধ্যবর্তী জামে মসজিদ খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছির কুরআন মাওলানা গাজী মোহাম্মদ ইসমাইল। ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আলম ফারুকী, অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তৈয়াসার বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আসাদুস জাম্মান, মাওলানা মোঃ আবু তাহের ,তৈয়াসার বাইতুস সালাম জামে মসজিদ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস সোবাহান,তৈয়াসার বাইতুস সালাম মসজিদের সাধরন সম্পাদক, মোঃ হোসন, ও মোঃসাহাজ ( মানু) হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান (সোহেল) মোঃ আব্দুল জলিলসহ প্রমুখ অত্র এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন। পরিশেষে মুসলিম উম্মা এবং গ্রামবাসির কল্যানে দোয়া ও মোনাজাত মাধ্যমে মাহফিল সম্পুর্ণ হয়।