এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি:প্রথমবারের মত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (আইআইইউসিসাস)’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন লিমনকে সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোঃ আরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মুহাম্মদ সায়েমুল ইসলাম সায়েম (সম্পাদক, নাফটুডে২৪ ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রেদওয়ান ইসলাম শিপলু (স্টুডেন্ট জার্নাল), কোষাধ্যক্ষ পদে আসিফুল ইসলাম (মিরসরাইনিউজ টুয়েন্টিফোর ডট কম), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাদিক আজিজ (চিটাগং ক্যাম্পাস টুয়েন্টিফোর ডট কম), পাঠাগার সম্পাদক পদে আসিফ ইকবাল (দৈনিক আলোর দিগন্ত) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোঃ আরশাদ রবিন (ডেইলি বাংলাদেশ বার্তা)। এছাড়া সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য হিসাবে রাখা হয়-এবিএস সায়েম, মাসুদ হিমন ও আজমাইন ফায়েককে।এদিকে চৌদ্দগ্রামের কৃতি সন্তান আনোয়ার হোসেন লিমন আইআইইউসি সাংবাদিক সমিতির সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রামের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।