
সিলেট ডেস্ক:: সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান সিলেট জেলা যুবদল নেতা সাইদুল ইসলাম হৃদয়ের পিতা আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাইদুল ইসলাম হৃদয়ের পিতা আব্দুল মতিন গত শুক্রবার দুপুর ২টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ এশা মরহুম আব্দুল মতিনকে দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের জানাজা শেষে দাফন করা হয়।