
অনলাইন ডেস্কঃ নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সরকরা দলীয় সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। পাশাপাশি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়।বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুন্ন করায় কেন্দ্রের নির্দেশে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগান বাড়িতে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক) গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুন্ন করায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে সেটা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।
তামান্না নুসরাত বুবলী উচ্চশিক্ষার সনদ লাভের আশায় জালিয়াতির আশ্রয় নেয়ায় তাকে বহিষ্কার করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পক্ষ হয়ে ৮ পরীক্ষায় প্রক্সি দিয়েছেন ৮ জন ছাত্রী। ১৭ অক্টোবর এক প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়ে। বৃটিশ গণমাধ্যমেও এই সংবাদ প্রকাশ হয়েছে। এতে দল ও দেশের মান সম্মান ক্ষুণ্ন হয়েছে। এটা নিয়ে দলের ভেতরেই আলোচনা শুরু হয়। এরই মধ্যে নরসিংদী কলেজ কর্তৃপক্ষ তার সব পরীক্ষা বাতিল করে তদন্ত কমিটি গঠন করেছে।
বুবলীর পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী।২০১১ সালের পহেলা নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লোকমান। বুবলীর দেবর কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি।।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী