
অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলের মুশুলী কলেজ গেইট বাজারে রফিক বস্ত্র বিতানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। চুরির পর চোর দোকানের ক্যাশ কাউন্টারে একটি চিরকুট রেখে যায়।
সেখানে লেখা ছিল- ‘রফিক ভাই, আপনার দোকান লুট করার জন্য দু:খিত, মাফ করে দিবেন।
আমি আপনার পরিচিতদের মধ্যে একজন। অটো দিয়ে মালগুলো নিতে অনেক কষ্ট হইছে।’ চুরির পর অভিনব এই চিরকুট নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দোকান মালিক রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে রাতে দোকান ঘরে তালা দিয়ে বাড়ি যান। শনিবার সকালে কর্মচারী মারুফ মিয়া দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙ্গা। পরে সে মালিককে ফোনে ঘটনাটি জানায়।
মালিক রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি এই দোকানে ব্যবসা করছেন। প্রথমে ছোট আকারে দোকান শুরু করলেও আস্তে আস্তে বেচা বিক্রি বৃদ্ধি পাওয়ায় ধারে টাকা এনে দোকানে বেশি করে মাল উঠান।
তিনি জানান, চোর ক্যাশ কাউন্টার ভেঙ্গে নগত ৩০ হাজার টাকা ও প্রায় সাড়ে ৪ লাখ টাকার কাপড় নিয়ে গেছে। এদিকে খবর পেয়ে নান্দাইল থানা থেকে এসআই সুব্রত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে চোরকে ধরার বিষয়ে দোকান মালিককে আশ্বস্ত করেন
সম্পাদনায় :এসকে/ আবির হাসান/ এহক।