
এম এ আলম, চৌদ্দগ্রামঃ কুমিল্লার চৌদ্দগ্রামে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়ের মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি দিপন দেবনাথ, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মোঃ আল ইমরান, উপজেলায় কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম কিবরিয়া টিপু, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজারুল ইসলাম ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার ছকিনা বেগম, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন, সাংবাদিক আবদুল জলিল রিপন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনে আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।