
অনলাইন ডেস্কঃ দেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। খুলনা ও বরিশালের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। পায়রা, পদ্মা, বিষখালী নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা তাদের মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটে চলেছেন। শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সেচ্ছাসেবকেরা।
জনগণণকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে যেতে মাইকিং করে যাচ্ছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), রেডক্রিসেন্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সেচ্ছাসেবকরা। পাশাপাশি উপকূলের বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবী সংগঠন ও রোভার স্কাউটের সদস্যরাও ।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিন্মঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী