অনলাইন ডেস্কঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২১ নভেম্বর ২০১৯ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রিফুজি পাড়া চৌঢালা এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আমির চাঁন (২৩), পিতা-মোঃ তমিজ উদ্দিন, সাং-নারায়নপুর, থানা-পোরসা, জেলা-নওগাঁ,০২ (দুই) টি বিদেশী পিস্তল,০৩ টি পিস্তলের ম্যাগাজিন, ০৯ (নয়) রাউন্ড পিস্তলের গুলি,পেপার বক্স ,০১ টি ব্যাগ ,০১ টি মোবাইল ,০২টি সীমকার্ড ও নগদ ৩০০/- টাকাসহ আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।