
অনলাইন ডেস্কঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দু’টি কক্ষে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রোববার রাতে কে বা কারা মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে রেখে গেছে।এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী